ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানালো যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৪, 11:16 AM

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৪, 11:16 AM

ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানালো যুক্তরাজ্য
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় এ যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। এ চুক্তি সম্পাদনের পর এক বিবৃতিতে একে স্বাগত জানায় ইসরায়েলের ঘনিষ্ট যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি বেসামরিক জনগণকে কিছুটা স্বস্তি দেবে।’ এরপর তিনি ‘দীর্ঘ সময় ধরে’ চলা এ শত্রুতা বন্ধের প্রশংসা করেন। সেই সঙ্গে এ যুদ্ধবিরতিকে ‘লেবাননে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পরিণত’ করার আহ্বানও জানান তিনি।
গাজায়ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান কিয়ার স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমাদের অবশ্যই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার ওপর থেকে বিধিনিষেধ অপসারণ করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে হিজবুল্লাহ ও লেবানন সরকার।
চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে, হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। এ ছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রসস্ত্রে সজ্জিত করতে পারবে না।