ইসরাইলে শপিং সেন্টারে ছুরিকাঘাতে নিহত ৪
২৩ মার্চ, ২০২২, 10:47 AM

NL24 News
২৩ মার্চ, ২০২২, 10:47 AM

ইসরাইলে শপিং সেন্টারে ছুরিকাঘাতে নিহত ৪
অনলাইন ডেস্ক : ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের ‘বিগ শপিং সেন্টারে মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে হামলা চালায় দুর্বৃত্তরা ।
‘বিগ শপিং সেন্টার’র সামনে তিনজনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। আরেকজনকে পালানোর সময় গাড়ি চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্ত। পালানোর সময় হামলাকারীকে একজন বাস ড্রাইভার গুলি করে হত্যা করেন।
ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শিনবেত) জানায়, ওই দুর্বৃত্ত একজন ইসরাইলি আরব, যে এর আগেও আইএসকে সমর্থনের কারণে জেল খেটেছে। ২০১৫ সালে সিরিয়া যাওয়ার পরিকল্পনার সময় তাকে আটক করে বিচারিক প্রক্রিয়া শেষে জেলে পাঠানো হয়। ২০১৯ সালে সে ছাড়া পায়।
পেশায় হাইস্কুল শিক্ষক হামলাকারীর নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিরসেবা থেকে ১২ মাইল দূরের বেদুঈন শহর হুরার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবারের হামলার সূত্রপাত হয় পেট্রোল স্টেশনে এক নারীকে ছুরিকাঘাতের মাধ্যমে। এরপর সে আরেকজন সাইকেল আরোহীকে ছুরি দিয়ে হামলা করে। রাস্তা পার হয়ে শপিং সেন্টারে আরও কয়েকজনকে হামলা করে আলকিয়ান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা জটিল হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।