ইসরাইলের সরকার নাফতালি বেনেট পতনের মুখে পড়েছে
০৬ এপ্রিল, ২০২২, 11:46 PM

NL24 News
০৬ এপ্রিল, ২০২২, 11:46 PM

ইসরাইলের সরকার নাফতালি বেনেট পতনের মুখে পড়েছে
আন্তর্জাতিক ডেস্ক : মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইসরাইলের সরকার। বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে।
সরকার থেকে ইস্তফা দিয়েছেন জোটের হুইপ ইদিত সিলমান। এরফলে জাতীয় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের সরকার। নেসেটে এখন সরকার ও বিরোধী- দুই পক্ষেরই ৬০টি করে আসন রয়েছে।
যদি আর একজনও সরকারের পক্ষ ত্যাগ করে তাহলে বিশেষ আইন প্রয়োগ করে সংসদ ভেঙে দিতে পারবে বিরোধীরা। তাতে বর্তমান সরকারের পতন হবে।
ইস্তফার পর সিলমান জানান, মূলত স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোউইতজের সঙ্গে বাদানুবাদের কারণে তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি এই জোটের জন্য অনেক করেছি। কিন্তু দুঃখজনক হলো এই যে, আমি আর তাদের সঙ্গে কাজ করে যেতে পারছি না।”
তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী নেতা ও সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত তিন বছরের মধ্যে ইসরাইলে চার বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।