NL24 News
০১ ফেব্রুয়ারি, ২০২২, 9:51 PM
ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের প্রতিবাদে ইস্তানবুলে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের প্রতিবাদে দেশটির সবচেয়ে জনবহুল শহর ইস্তানবুলে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা ইসরাইলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দেন।
ইসরায়েলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে যাতে লেখা ছিল ‘‘আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।’’
বিক্ষোভকারীরা ইসরাইয়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের তারা স্বাগত জানাতে প্রস্তুত নন। ইসরাইলি প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর জন্য বিক্ষোভকারীরা তুর্কি সরকারের প্রতিও আহ্বান জানান।
একজন বিক্ষোভকারী বলেন, “ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। মুসলিম দেশে তাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো খুবই খারাপ কাজ।
এটি সত্যিই ভুল পদক্ষেপ এবং মুসলমান ও ফিলিস্তিনিদের জন্য একটি বিপর্যয়। আমরা ইসরায়েলের প্রেসিডেন্টকে তুরস্কে দেখতে চাই না। তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর জন্য নিন্দা জানাচ্ছি।