ইলিং বারাতে কনজারভেটিভ পার্টি থেকে ১৬ জন বাংলাদেশী কাউন্সিলর পদে নমিনেশন
২৮ মার্চ, ২০২২, 5:32 AM

NL24 News
২৮ মার্চ, ২০২২, 5:32 AM

ইলিং বারাতে কনজারভেটিভ পার্টি থেকে ১৬ জন বাংলাদেশী কাউন্সিলর পদে নমিনেশন
সাউথহল ব্রডওয়েতে অবস্থিত টিকেসি বেনকুইটিং হলে এক অনাড়ম্বর পরিবেশে ইলিং সাউথহল কনসারভেটিব পার্টির এর সৌজন্যে একটি ফান্ডরাইজিং সন্ধ্যা ও পরিচিতি সভার আয়োজন করা হয় । সাউথহল ব্রডওয়ে এর কাউন্সিলর পদপার্থী শাহ্ মো: ইব্রাহিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ইলিং কনসারভেটিব পার্টির এর চেয়ারম্যান তেরেসা মলিনস্, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি চেয়ারম্যান ফাবিও কন্টি, কাউন্সিলর জুলিয়ান গালাত, কাউন্সিলর ডেবিড মিলিকান, কাউন্সিলর সীমা কুমার, কাউন্সিলর জওয়ানা ,কাউন্সিলর বলওড এবং ৬ জন সাবেক কাউন্সিলর সহ বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তানী কমিউনিটির বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।
পশ্চিম লন্ডনের ইলিং বারাতে কনজারভেটিভ পার্টি থেকে ১৬ জন বাংলাদেশী কাউন্সিলর পদে নমিনেশন পেয়েছেন। তার মধ্যে ১১ জন কাউন্সিলর সাউথহল এরিয়ার যথাক্রমে মো: ইব্রাহিম মিয়া, বাবুল সরকার, ফরমান আলি, বাদশা মিয়া , সালাহ উদ্দিন , জমশেদ হোসেন, মামুনুর রশিদ , তোতা মিয়া,ফিরোজ খান, রফিকুল ইসলাম, খন্দকার আব্দুর রহমান এবং ৫ জন গ্রীনফোরড এরিয়া থেকে নমিনেশন পেয়েছে মাসুদ সাঈদ, অজয় রয়, আবুল কালাম আজাদ সরকার, মঈন উদ্দিন, জামাল আহম্মেদ রুমি ।