ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

ইলন মাস্কের রকেটে মহাকাশে গেলেন নাসার চার মহাকাশচারী

#

২৮ এপ্রিল, ২০২২,  11:26 AM

news image

অনলাইন ডেস্ক : নাসার চার মহাকাশচারী বিশ্বের অন্যতম সেরা ধনী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর রকেটে করে মহাকাশে গেলেন। 

স্পেসএক্সের এই রকেট ছিল অত্যন্ত দ্রুতগতির। ছয় মাস তারা মহাকাশকেন্দ্রে কাজ করবেন।

এই রকেটকে বলা হচ্ছে, মহাকাশযাত্রার ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগতির মধ্যে অন্যতম। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরুর পর ১৬ ঘণ্টার কম সময়ে তা আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (আইএসএস)-এ পৌঁছে যায়। নাসা জানিয়েছে, সম্পূর্ণ অটোমেটেড ডকিংয়ের স্পেসএক্স রকেটের মধ্যে এটি সবচেয়ে দ্রুতগতির।

এক সপ্তাহে দ্বিতীয়বার

ইলন মাস্কের স্পেসএক্স এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশচারীদের মহাকাশকেন্দ্রে পৌঁছে দিল। এর আগে একজন মহাকাশচারীকে পৌঁছে দিয়েছে তারা। তবে নাসার ক্ষেত্রে চারজন মহাকাশচারী ছিলেন। তিনজন আমেরিকার ও একজন ইতালির। ৪০ ঘণ্টার ব্যবধানে দুইবার উড়েছে স্পেসএক্সের রকেট।

কী করবেন মহাকাশচারীরা?

মহাকাশচারীরা ছয় মাস ধরে কয়েকশ’ বৈজ্ঞানিক পরীক্ষা করবেন। তারা দেখার চেষ্টা করবেন, মাটি ছাড়া মহাশূ্ন্যে কোনও বৃদ্ধি সম্ভব কি না।

এছাড়াও তারা আইএসএসের মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে কৃত্রিম রেটিনার উদ্ভাবন সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখবেন। নাসার বিজ্ঞানী হেইডি প্যারিস বলেছেন, যদি কৃত্রিম রেটিনার উদ্ভাবন সম্ভব হয়, তাহলে লাখ লাখ মানুষ, যারা রেটিনার সমস্যায় ভুগছেন, তাদের স্বাভিবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে।

মহাকাশচারীদের মধ্যে আছেন জেসিকা ওয়াটকিনস, তিনি প্রথম আফ্রিকান-আমেরিকান নারী, যিনি দীর্ঘ সময়ের জন্য আইএসএসে গেলেন। আইএসএস হওয়ার পর মাত্র সাতজন কৃষ্ণাঙ্গ সেখানে গেছেন।

স্পেসএক্সে নাসার চার নম্বর

এই নিয়ে নাসা চারবার স্পেসএক্সের সাহায্যে তাদের মহাকাশচারীদের মহাকাশে পাঠালো। ২০২০ সাল থেকে নাসা স্পেসএক্সের স্পেস ট্যাক্সিতে করে মহাকাশচারীদের পাঠাচ্ছে। ইলন মাস্কের কোম্পানি এ নিয়ে ছয়বার মহাকাশচারীদের মহাকাশে পাঠালো।

মহাকাশকেন্দ্রে এখন তিনজন আমেরিকান, একজন জার্মান ও তিনজন রাশিয়ার বিজ্ঞানী আছেন। তিন আমেরিকান ও একজন জার্মান বিজ্ঞানীর মিশন মে মাসের গোড়ায় শেষ হবে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী