ইরানে হামলা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, 12:10 PM
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, 12:10 PM
ইরানে হামলা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
ইসরাইল ও ইরানের মধ্যকার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে কীভাবে জবাব দেওয়া হবে তা নিয়ে তেল আবিব এবং ওয়াশিংটন যৌথভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ইরানে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাইডেন ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে অনুযায়ী, বুধবার এই দুই নেতার মধ্যে ৩০ মিনিট কথা হয়েছে। এ নিয়ে গত ৫০ দিনের মাথায় দুবার ফোনে কথা বললেন বাইডেন-নেতানিয়াহু।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বাইডেন বৈরুতের বেসামরিকদের ক্ষতি কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাঁ-পিয়েরে দুই শীর্ষনেতার এই আলাপকে প্রত্যক্ষ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি ইরানে হামলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
এদিকে নেতানিয়াহুর সঙ্গে বাইডেন এবং হ্যারিসের এই ফোনালাপ যখন চলছে, ঠিক তখনই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুমকি দিয়ে বলেছেন, ইরানে ইসরাইলের পাল্টা হামলা প্রাণঘাতী, নির্ভুল এবং বিস্ময়কর হবে।
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় অনেক ধারণা করছেন ইরানের পরমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরাইল। তবে বাইডেন এর আগে জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলায় সমর্থন নেই তার।