ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স এর বর্ধিত সভা

#

নিজস্ব সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২২,  6:04 PM

news image
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স এর বর্ধিত সভা

নিরব আহমেদ গ্রীস থেকেঃ ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের  সভা গতকাল বুধবার বিকেলে ম্যারি দ্য অভারভিলায় একটি অভিজাত হোটেলে  অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. তাজ উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল আহমদ এর পরিচালনায় বর্ধিত সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার নেতা ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেলিম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি, বঙ্গবীর ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত, কলামিস্ট  তাইজুল ইসলাম ফয়েজ তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিকতা করতে বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি।  যেসব গুণ থাকা দরকার  ১. সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ব্যবহার ৫. সাহসিকতা ৬. বস্তুনিষ্ঠতা ৭. অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯. দায়বদ্ধতা ১০. বিচক্ষণতা।

সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কমিউনিটি ব্যক্তিত্ব চৌধুরী সালেহ আহমদ,   রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম,  জবরুল ইসলাম, সালেহ আহমদ , ইউরো-বাংলা প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ইউরো ফোকাস এর সি,ই,ও  এম আলী চৌধুরী,  সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম, 

যুবনেতা  সোহেল আহমদ, কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ।


ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত সভার মাধ্যমে যারা স্থান পেয়েছেন কমিটিতে যথাক্রমে সহ-সভাপতি মুহিউদ্দিন সোহেল, মো.  নাজমুল হক, মোহাম্মদ নাসিম, আরেফিন,  মোহাম্মদ ওয়াসিম আরিফিন, আব্দুল কুদ্দুস বেগ, রকি আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,  মাজেদ আহমদ শামী,  চুনু মিয়া,  আতিকুর রহমান আক্তার,  শাহেদ আহমদ,  আনছার আহমেদ জুয়েল, শাকিবুর রহমান লাভলু। সাংগঠনিক সম্পাদক ময়নুল হক,শফিউল আলম সজল, সোহাগ হোসাইন, শাহজাহান আহমদ।

কোষাধক্ষ্য রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক জামিল আহমদ রায়হান, সমাজকল্যাণ সম্পাদক জহির আহমদ সোহান, মানবাধিকার বিষয়ক সম্পাদক সামাদ আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক ইবাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আজিজ তুহিন। 

এছাড়া আগের দায়িত্বশীলরা আগের দায়িত্বে থাকবেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ছাএ নেতা আমিনুল ইসলাম আলীম, দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ, তানবির আহমদ।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল