ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে আশ্বাস ইউরোপীয় ৩ প্রধানমন্ত্রীর
১৬ মার্চ, ২০২২, 11:41 AM

NL24 News
১৬ মার্চ, ২০২২, 11:41 AM

ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে আশ্বাস ইউরোপীয় ৩ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়েছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিলো পোল্যান্ড।
গতকাল মঙ্গলবার পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌছালে এই বৈঠক হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল তিন দেশের প্রধানমন্ত্রী পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। বৈঠকের পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।’
অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’
এছাড়াও তিনি বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’
ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন চেক প্রধানমন্ত্রী। এছাড়া ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করেন দুই নেতা।