ইউরোপে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, 11:25 AM

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, 11:25 AM

ইউরোপে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ
ইউরোপিয়ানরা আবাসন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এক বছরে ইউরোপে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছে না। এর নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও। খবর রয়টার্সের।
আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে বেড়েছে আবাসন খরচ। বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
জরিপে অংশ নেওয়া ইউরোপীয়দের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তাঁরা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাঁদের সংগ্রাম করতে হচ্ছে।