ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলার ঘটনায় রুশ দূতাবাসের বিবৃতি
০৩ মার্চ, ২০২২, 2:20 PM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 2:20 PM

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলার ঘটনায় রুশ দূতাবাসের বিবৃতি
অনলাইন ডেস্ক : ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান নামের একজন মারা গেছেন। যিনি ওই জাহাজের তৃতীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।’
ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি সমৃদ্ধি’তে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাবিকের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছে রাশিয়া।
এই ঘটনায় নিহত হাদিসুরে পরিবার ও নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছে রাশিয়া। সাথে আটকে পড়া বাংলাদেশের জাহাজটি নিরাপদে সরিয়ে আনতে তাদের পক্ষ থেকে সব ধরনে সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছে রাশিয়ার দূতাবাস।
রুশ দূতাবাসের বিবৃতিতে ইউক্রেন বিদেশী নাগরিকদের জিম্মি করে তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়।