ইউক্রেনের সুমি শহর এখন ফাঁকা
০৯ মার্চ, ২০২২, 1:07 PM

NL24 News
০৯ মার্চ, ২০২২, 1:07 PM

ইউক্রেনের সুমি শহর এখন ফাঁকা
অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ধরে ইউক্রেনের সুমি শহরে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির দপ্তরের একজন কর্মকর্তা কাইরিলো তাইমোশেঙ্কো জানিয়েছেন, শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।
রুশ সেনাদের গোলাবর্ষণ থেকে বাঁচতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ সফলভাবে শেষ করেছে কিয়েভ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।
সম্প্রতি ইউক্রেনের সুমি ও ইরপিন শহরে অস্ত্রবিরতি কার্যকর ও মানবিক করিডর খুলে দেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এর পরপরই ওই দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।