ইউক্রেনিদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন
০৭ মার্চ, ২০২২, 10:42 AM

NL24 News
০৭ মার্চ, ২০২২, 10:42 AM

ইউক্রেনিদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন
অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আজ হামলার দ্বাদশ দিন চলছে।
বিশেষ করে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে রেখেছেন রুশ সেনারা। এ অবরুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কিয়েভের বাসিন্দাদের আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন।
এদিকে রোববার পর্যন্ত ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল থেকে দুই লাখ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার থেকে শহরটিতে যুদ্ধবিরতি কার্যকর করা হলে গত দুদিন ধরে শহরটির সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে।
ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশিচৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত ও মানবহীন। তবে ওডেসা শহরে এখনই হামলা হবে বলে যুক্তরাষ্ট্র মনে করে না।