ইউক্রেনকে ৫০০ জেনারেটর দেবে যুক্তরাজ্য
১৪ মার্চ, ২০২২, 11:51 AM

NL24 News
১৪ মার্চ, ২০২২, 11:51 AM

ইউক্রেনকে ৫০০ জেনারেটর দেবে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে ৫ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেনারেটরগুলো ইউক্রেনের আবাসস্থল ও হাসপাতালে সেবা দিতে কাজে লাগবে। এসব জেনারেটর ২০ হাজারেরও বেশি আবাসস্থলে বিদ্যুৎ জোগাতে সক্ষম।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেনারেটরের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জেনারেটর দেওয়ার জন্য আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে এসব জেনারেটর দেওয়ার ঘোষণা দেন বরিস।
বরিস জনসন বলেন, রাশিয়ার হামলায় পুরো ইউক্রেনে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কারণে সেখানকার হাসপাতালসহ আবাসস্থল এবং সেখানকার জনগণ ব্যাপক সমস্যায় পড়েছে। এসব জেনারেটর তাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিতে শক্তি জোগাতে সহায়তা করবে।
এদিকে প্রায় তিন সপ্তাহের যুদ্ধাবস্থার মধ্যেই আজ আবারও আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি রোববার এক টুইটে জানান, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ভিডিও কনফারেন্স হবে।
তিনি টুইটে লেখেন— ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হবে। আলোচনার জন্য দুপক্ষ প্রস্তুত। এই বৈঠকে বেশ কিছু বিষয় উত্থাপিত হবে। আগের আলোচনার সারসংক্ষেপও আজ মনে করিয়ে দেওয়া হবে।