ইউক্রেনকে আরও বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে জার্মানি
০৩ মার্চ, ২০২২, 6:49 PM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 6:49 PM

ইউক্রেনকে আরও বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে জার্মানি
অনলাইন ডেস্ক : ইউক্রেনে আরও ২ দুই হাজার সাতশ বিমান বিধ্বংসী মিসাইল দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মানির সরকার ইউক্রেনে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মধ্যে রয়েছে সোভিয়েতে তৈরি স্টেলা-টাইপ বিমান বিধ্বংসী মিসাইল। বিশেষ ধরনের এই মিসাইল এর আগে পূর্ব জার্মানির কমিউস্টরা ব্যবহার করত বলে জানিয়েছে।
এর আগে দেশটির সরকারি সূত্র বুধবার জানিয়েছিল, জার্মানি প্রথম দফায় ইউক্রেনকে এক হাজার অ্যান্টি-ট্যাংক ও আরও পাঁচশ বিমান বিধ্বংসী মিসাইল দিয়েছে।
এদিকে ইউক্রেনে অস্ত্র দেওয়ার মাধ্যমে যুদ্ধরত এলাকায় অস্ত্র না পাঠানোর দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে জার্মানি। সেই নাৎসি যুগ থেকেই যুদ্ধবিধ্বস্ত এলাকায় অস্ত্র না পাঠানোর চর্চা করে আসছিল জার্মানি।