ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ইংল্যান্ডের গ্রামে বিশাল সিঙ্কহোল, ৩০টি বাড়ি খালি করার নির্দেশ

#

নিজস্ব সংবাদদাতা

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  6:41 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গডস্টোন গ্রামে বিশাল আকারের একটি সিঙ্কহোল দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্স জানায়, সোমবার এই সিঙ্কহোলটি প্রথম দেখা গেলেও মঙ্গলবার নাগাদ এটি ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। একটি বাড়ির বাগান সম্পূর্ণ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।  

সারি কাউন্টি কাউন্সিল এই ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মাত্র তিন বছর আগে একটি পরিত্যক্ত বালিখনির উপর নির্মিত হয়েছিল। স্থানীয় বাসিন্দা নুশ মিরি বলেন, “দরজায় ধাক্কার শব্দ শুনে খুলতেই দেখি সিঙ্কহোলটি একদম সামনে। মনে হচ্ছিল যেন জলপ্রপাতের কিনারে দাঁড়িয়ে আছি।”  

অন্য বাসিন্দা রেজ মিরার বাগান সিঙ্কহোলে তলিয়ে যায়। তিনি বলেন, “দেয়ালও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা আতঙ্কিত।” এদিকে, কাউন্সিল ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রেজিলিয়েন্স ফোরামের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।  

মঙ্গলবার গডস্টোন হাই স্ট্রিটে পানির পাইপ ফেটে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়। তবে এসইএস ওয়াটার বুধবার জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুত সরবরাহ পুনরায় চালু হয়েছে। এখনও অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয়রা, বাড়িতে ফেরার অনুমতি মেলায় আটকে আছে তাদের প্রতীক্ষা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী