ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে ৬ শতাধিক অভিবাসীর যুক্তরাজ্য প্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, 11:44 AM

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, 11:44 AM

ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে ৬ শতাধিক অভিবাসীর যুক্তরাজ্য প্রবেশ
একদিনে ৬৪৭ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। শুক্রবার দেশটির হোম অফিস এই তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ২৮ হাজার ২০৪ জন অভিবাসী এই চ্যানেল পারি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করলো। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি। তবে সর্বোচ্চ অভিবাসী প্রবেশ করা ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা মানব পাচারকারী চক্রগুলোকে ভেঙে ফেলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালবে।
বৃহস্পতিবার ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ফ্রান্সের উপকূলে একটি নৌকা ডুবে গেলে একটি শিশুর মৃত্যু হয় ও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। ২০২৪ সালে ফরাসি উপকূলরক্ষীদের কাছে এ নিয়ে ৪৫টি মৃত্যু রেকর্ড হয়েছে।
শরণার্থী সংস্থাগুলো সতর্ক করেছে যে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, এই বছর আগের তিন বছরের তুলনায় আরও বেশি মৃত্যু ঘটেছে।
তিনি আরও বলেন, এই মৃত্যু ও ট্র্যাজেডির ধারাবাহিকতা আমাদেরকে পুনরায় ভাবতে বাধ্য করছে। যদি আমরা একইভাবে চলতে থাকি, তবে আরও অনেক প্রাণহানি ঘটবে।
বৃহস্পতিবারের মৃত্যুর পর, হোম অফিসের এক মুখপাত্র জানান, সরকার মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, আমাদের নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড আমাদের বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এই নিষ্ঠুর অপরাধীদের তদন্ত, গ্রেপ্তার এবং বিচারের প্রচেষ্টাকে আরও উন্নত করবে।