ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

আসছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল

#

নিজস্ব সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সফলতার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। নতুন এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তরুণ নেতৃত্বনির্ভর হবে বলে জানা গেছে।  

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলা সফর করেছেন। এই সফরগুলোতে নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পরে এই প্রক্রিয়াকে সাংগঠনিক রূপ দিতে আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।  

জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল গঠনের প্রস্তুতি দ্রুতগতিতে চলছে। নতুন দল গঠনের নেতৃত্বে নাহিদ ইসলাম থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দল গঠনের আগে তাকে উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে।  

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন থানাপর্যায়ে কমিটি গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  

জাতীয় নাগরিক কমিটির শীর্ষপর্যায়ের এক নেতা জানান, “নাহিদ ইসলামকে কেন্দ্র করেই জানুয়ারিতে আমরা নতুন দলের ঘোষণা দিতে চাই। তারুণ্যনির্ভর এই দল দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।”  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন দল গঠনের পরেও তারা এবং জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়। বর্তমানে ঢাকাসহ সারা দেশে তাদের ২০টিরও বেশি কমিটি রয়েছে। জানুয়ারির মধ্যে সব জেলা কমিটি গঠন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী