ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আসছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল

#

নিজস্ব সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সফলতার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। নতুন এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তরুণ নেতৃত্বনির্ভর হবে বলে জানা গেছে।  

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলা সফর করেছেন। এই সফরগুলোতে নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পরে এই প্রক্রিয়াকে সাংগঠনিক রূপ দিতে আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।  

জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল গঠনের প্রস্তুতি দ্রুতগতিতে চলছে। নতুন দল গঠনের নেতৃত্বে নাহিদ ইসলাম থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দল গঠনের আগে তাকে উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে।  

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন থানাপর্যায়ে কমিটি গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  

জাতীয় নাগরিক কমিটির শীর্ষপর্যায়ের এক নেতা জানান, “নাহিদ ইসলামকে কেন্দ্র করেই জানুয়ারিতে আমরা নতুন দলের ঘোষণা দিতে চাই। তারুণ্যনির্ভর এই দল দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।”  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন দল গঠনের পরেও তারা এবং জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়। বর্তমানে ঢাকাসহ সারা দেশে তাদের ২০টিরও বেশি কমিটি রয়েছে। জানুয়ারির মধ্যে সব জেলা কমিটি গঠন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী