ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪ উইন্ডিজকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ ডরসেটের রেস্টুরেন্টে লাইসেন্স বাতিলের শঙ্কা বড়দিনের আগে শীতল আবহাওয়ায় কাপঁতে পারে যুক্তরাজ্য পটিয়ায় ভ্রাম্যমাণ মেলা বসিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করতে দেওয়া হবেনা প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সন্দেহভাজন চীনা গুপ্তচরের পরিচয় প্রকাশের দাবি সোশাল মিডিয়ার জন্য নিরাপত্তা নীতিমালা আনল যুক্তরাজ্য বিপাকে ট্রুডো, পদত্যাগ করলেন ডেপুটি প্রধানমন্ত্রী মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আসছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল

#

নিজস্ব সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সফলতার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। নতুন এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তরুণ নেতৃত্বনির্ভর হবে বলে জানা গেছে।  

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলা সফর করেছেন। এই সফরগুলোতে নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পরে এই প্রক্রিয়াকে সাংগঠনিক রূপ দিতে আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।  

জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল গঠনের প্রস্তুতি দ্রুতগতিতে চলছে। নতুন দল গঠনের নেতৃত্বে নাহিদ ইসলাম থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দল গঠনের আগে তাকে উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে।  

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন থানাপর্যায়ে কমিটি গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  

জাতীয় নাগরিক কমিটির শীর্ষপর্যায়ের এক নেতা জানান, “নাহিদ ইসলামকে কেন্দ্র করেই জানুয়ারিতে আমরা নতুন দলের ঘোষণা দিতে চাই। তারুণ্যনির্ভর এই দল দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।”  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন দল গঠনের পরেও তারা এবং জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়। বর্তমানে ঢাকাসহ সারা দেশে তাদের ২০টিরও বেশি কমিটি রয়েছে। জানুয়ারির মধ্যে সব জেলা কমিটি গঠন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। 

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : নূরুন্নবী আলী