ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

আসছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল

#

নিজস্ব সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সফলতার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। নতুন এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তরুণ নেতৃত্বনির্ভর হবে বলে জানা গেছে।  

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলা সফর করেছেন। এই সফরগুলোতে নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পরে এই প্রক্রিয়াকে সাংগঠনিক রূপ দিতে আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।  

জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল গঠনের প্রস্তুতি দ্রুতগতিতে চলছে। নতুন দল গঠনের নেতৃত্বে নাহিদ ইসলাম থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দল গঠনের আগে তাকে উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে।  

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন থানাপর্যায়ে কমিটি গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  

জাতীয় নাগরিক কমিটির শীর্ষপর্যায়ের এক নেতা জানান, “নাহিদ ইসলামকে কেন্দ্র করেই জানুয়ারিতে আমরা নতুন দলের ঘোষণা দিতে চাই। তারুণ্যনির্ভর এই দল দেশের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।”  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন দল গঠনের পরেও তারা এবং জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়। বর্তমানে ঢাকাসহ সারা দেশে তাদের ২০টিরও বেশি কমিটি রয়েছে। জানুয়ারির মধ্যে সব জেলা কমিটি গঠন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী