ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

#

২৯ জানুয়ারি, ২০২৪,  11:29 PM

news image

লন্ডন প্রতিনিধি ::  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আয়োজনে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টের হল রুমে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দ মামুন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কামাল মিয়া ও যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।

এম এ মালিক ও প্রধান বক্তা কয়ছর এম আহমেদ তাঁদের বক্তব্যে মরহুম আরফাত রহমান কোকোর কীর্তিময় জীবন তুলে ধরেন, তারা বলেন কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতির বাহিরে থেকে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। বাংলদেশের ক্রিকেটকে আধুনিকায়ন সহ বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। তাঁর কর্ম দেশের মানুষের কাছে স্মরণীয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কলাম আজাদ, সহ সভাপতি হাজী তৈমুস আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ন-সম্পাদক বাবুল চৌধুরী, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, যুবদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোকো স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন। 

এছাড়া উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিম আহমদ, মো: শাহাদাত হোসাইন, মোহাম্মদ আল আমিন, মো: শাহরিয়ার ওয়াহিদ, মোঃ পারভেজ মিয়া সুজা, মেহেদি হাসান ফাহিম, মুনতাসির মুবিন, মীর ইমরান, মো: তানভীর আহমদ, মো: জামিল আহমেদ, মো: মুরাদ হোসেন, এস এম শামসুজ্জোহা, মালেক আহমেদ নাজিম, জাফরুল করিম, মো: জবলুল আলম বিপুল, মিজানুর রহমান, ইয়াহিয়া আহমেদ, মো: আবু নাসের তানজিম, মো: আশফাকুল ইসলাম ভুঁইয়া, সালমান মিয়া, নাইমুজ্জামান মাহি, মোস্তাক আহমেদ, শাওন বিশ্বাস, মো: শাহাদৎ হোসেন এবং আব্দুল্লাহ আল ইমরান প্রমূখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী