ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আরও একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৫,  4:34 PM

news image
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছে আরও একটি ইসরায়েলি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ বুধবার (১৭ জুন) ইরান সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনাকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারামিন জেলার গভর্নর হোসেইন আব্বাসি। খবর আনাদোলুর।

তেহরানের দক্ষিণে অবস্থিত ভারামিন শহরের কাছাকাছি এই যুদ্ধবিমানটি ভূপাতিত হয় বলে তিনি জানান। আব্বাসি বলেন, "তেহরানের উপকণ্ঠে ভারামিন এলাকায় একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।"

তবে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটির পাইলটের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানি সূত্রের বরাতে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটি পঞ্চম ইসরায়েলি যুদ্ধবিমান, যা ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হলো।

১৩ জুন ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় নিহত হন ইরানের চিফ অব জেনারেল স্টাফ, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস এর প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ৯ জন পারমাণু বিজ্ঞানী।

এই হামলায় এখন পর্যন্ত ২২৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্যও প্রকাশ করেছে ইরান।

এর পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায়। এতে ইরানি সূত্র অনুসারে ২৪ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন।

ইসরায়েল-ইরান এই সাম্প্রতিক সংঘর্ষ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

তুরস্কসহ একাধিক দেশ এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী