NL24 News
১২ ফেব্রুয়ারি, ২০২২, 11:38 AM
আমেরিকানদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে নির্দেশ দিয়েছে দেশগুলো।
হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, আমেরিকানদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছেড়ে যেতে হবে। স্থানীয় সময় হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন, ‘মার্কিন পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য দেখায় যে ইউক্রেন আক্রমণের জন্য প্রয়োজনীয় সব সামরিক উপাদান প্রস্তুত করে রেখেছে রাশিয়া। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কোনো দিন বলতে পারছি না। আমরা ঘণ্টাও বলতে পারছি না। কিন্তু এটির খুবই সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি না যে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংবা রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা যা বলছি তা হলো, আমরা সেখানে যা দেখছি তার ওপর ভিত্তি করে আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমরা ইউক্রেনের সীমান্তে নতুন বাহিনীর আগমনসহ রাশিয়ান উত্তেজনার লক্ষণ দেখতে পাচ্ছি।
যেমনটি আমরা আগেই বলেছি, ভ্লাদিমির পুতিনের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, যেকোনো সময় আক্রমণ শুরু হতে পারে। আমরা সেই অবস্থায় আছি এখন।’
জ্যাক সুলিভানের এমন সতর্কবার্তার পর পরই হোয়াইট হাউস এক বিবৃতি দিয়েছে। সেখানে নির্দেশ দিয়ে বলা হয়েছে যেন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকরা ইউক্রেন ত্যাগ করে।