আমরা ভেড়া নই: ইমরান খান
২৯ অক্টোবর, ২০২২, 6:48 PM

NL24 News
২৯ অক্টোবর, ২০২২, 6:48 PM

আমরা ভেড়া নই: ইমরান খান
পাকিস্তানে দ্বিতীয় দিনের মতো চলছে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ডাকা লংমার্চ। প্রথম দিনের মতো আজ শনিবারও কড়া ভাষায় ভাষণ দিয়েছেন ইমরান খান। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির সেনাবাহিনীকে উদ্দেশ করে ইমরান খান বলেন, আমরা জনগন, ভেড়া নই। লাহোরের শাহদারা থেকে ইমরান খান আজ লংমার্চ শুরু করেছেন। তিনি বলেন, সামরিক কর্মকর্তারা ক্ষমতায় আসার পর থেকে জনতার ওপর নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন বেড়েছে। এই সময় তিনি পিটিআই দলের নেতা আজম খান স্বাতীর নাম উল্লেখ করেছেন।
দেশটির ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, তারা প্রথমে পিটিআই নেতা শাহবাজ গিলের ওপর নির্যাতন চালিয়েছে, এরপর সাংবাদিক জামীল ফারুকী এবং সবশেষে ৭৫ বছর বয়সী সিনেটর আজম খান স্বাতীর ওপর।ইমরান সতর্ক করে বলেন, আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করবেন না। প্রথমে আপনরা নওয়াজ শরীফকে একজন চোর হিসেবে বিবেচনা করলেন, এরপর এখন তিনি খাঁটি হয়ে গেলেন।
এ ছাড়া গত বৃহস্পতিবারের দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুমের করা সংবাদ সম্মেলনকে উদ্দেশ করে ইমরান বলেন, আইএসআই প্রধান বলেছিলেন সংবাদ সম্মেলন ছিল অরাজনৈতিক। কিন্ত সেখানে শুধু আমাকে টার্গেট করা হয়েছে।
এই সময় পিটিআই চেয়ারম্যান প্রশ্ন করেন, তারা যদি চোরদের দেখতে না পান যাদের ১১ বিলিয়ন রুপি চুরির পরও ক্ষমা করা হয়েছে। তাহলে কী আপনারা নির্যাতন এবং মৌলিক অধিকার লঙ্ঘনও দেখতে পাচ্ছেন না?
এ ছাড়া ইমরান খান দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নির্যাতনে অভিযুক্ত আইএসআই কর্মকর্তাদের বরখাস্ত করার আহ্বান জানান। পিটিআই চেয়ারম্যান আরও বলেন, তারা সেনাবাহিনী, পাকিস্তান এবং আপনাকে (জাভেদ বাজওয়া) অসম্মান করছেন।