ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

আবারো মেয়র হলেন লুৎফুর রহমান

#

০৭ মে, ২০২২,  3:56 PM

news image

তৃতীয়বারের মতো যুক্তরাজ্যে লন্ডনের টাওয়ার হ্যামলেটস পৌর অঞ্চলের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের দায়িত্ব।

গত বৃহস্পতিবার (৫ মে) ওই পৗর অঞ্চলের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ভোট গণনা শেষে গতকাল শুক্রবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র বাংলাদেশি লুৎফুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিজয়ের ফলে সাত বছর পর আবারো টাওয়ার হ্যামলেটসের টাউনে হলে ফিরলেন লুৎফুর রহমান। 

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুৎফুর। কিন্তু ২০১৪ সালে দ্বিতীয়বার নির্বাচিত হলেও ২০১৫ সালে আদালতের রায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। পরে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা দেন আদালত। 

নির্বাসন থেকে ফিরেই ব্রিটেনের রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছেন এই এথনিক কমিউনিটির মেয়র। যেখানে সমগ্র লন্ডনে লেবার দলের একক আধিপত্য সেখানে এস্পয়ার পার্টির মত নতুন দলের কাছে পরাজিত হয়েছেন দুই বারের লেবার দলীয় মেয়র জন বিগস। বিজয়ী হবার পর সকল কৃতিত্ব বারার জনগণকে নিয়েছেন লুৎফুর রহমান। 

তিনি বলেছেন, ‘আগামীতে আমি কি করব সেটার ভিত্তিতেই আমাকে বিচার করবে জনগণ।’

নির্বাচনে লুৎফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট, আর লেবার পার্টি জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। লিবডেম প্রার্থী রাবিনা খান পেয়েছেন ৬৪৩০ ভোট।

এই বিজয়কে জনগণের বিজয় বলে উল্লেখ ফলাফল ঘোষণার পর গতকাল শুক্রবার মেয়র লুৎফুর রহমান নির্বাচন কেন্দ্রের বাইরে এসে সমর্থকদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি শুধু একটি কমিউনিটির জন্য নয় সবার জন্য কাজ করব।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল