ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আফগান-তাজিক সীমান্তে আবারও ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  4:53 PM

news image
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত এলাকায় ৫.৯  মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। দ্বিতীয় সপ্তাহে টানা দ্বিতীয়বারের মতো এই সীমান্তে ভূমিকম্প হলো। এতে কেঁপে উঠেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন অংশ-পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরসহ বেশ কয়েকটি অঞ্চল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী,  ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।

তবে জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং গভীরতা ছিল ৯২ কিলোমিটার। এদিকে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এটি ছিল ৫.৭ মাত্রার এবং গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলে লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়, তবে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া লাহোর, গুজরাট ও ফয়সালাবাদসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

এক সপ্তাহ আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও কোনও প্রাণহানি হয়নি। ওই ভূমিকম্পের এক ঘণ্টা আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আরও দুটি ভূমিকম্প হয়। এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪.৩ ও ৩.৮।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে পাকিস্তানে প্রায় ২০টি নিম্ন-মাত্রার ভূমিকম্প হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে একটির বেশি।

তিনি জানান, পাকিস্তান তিনটি প্রধান টেকটনিক প্লেট-আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়-এর সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী