আফগানিস্তানে সিরিজ বোমা হামলা, নিহত ৩১
২১ এপ্রিল, ২০২২, 10:02 PM

NL24 News
২১ এপ্রিল, ২০২২, 10:02 PM

আফগানিস্তানে সিরিজ বোমা হামলা, নিহত ৩১
অনলাইন ডেস্ক : আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তান জুড়ে বৃহস্পতিবার সিরিজ বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।
কুন্দুজে একটি পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বোমা বিস্ফোরণে একটি যান উড়ে যায়। এই ঘটনায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
এছাড়া, নানগরহার প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন তালেবানের একটি গাড়িতে আঘাত করলে চার তালেবান সদস্য নিহত ও পাঁচজনের আহত হওয়ার খবর পেয়েছে বিবিসি।
মাজার-ই-শরিফের শিয়া মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএস জানায়, নামাজিরা যখন মসজিদে ছিল তখন দূর থেকে একটি বুবি-ট্যাপ ব্যাগের সাহায্যে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়।