NL24 News
০৬ ফেব্রুয়ারি, ২০২২, 6:55 PM
আফগানিস্তানে ফিরলেন দেশ ত্যাগ করা ৫ পাইলট
অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ফিরে এসেছেন সেই পাঁচজন পাইলট। পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হঠিয়ে তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে এসব পাইলটরা আফগানিস্তান ত্যাগ করেছিলেন।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা এই পাঁচজন পাইলট শিগগিরই কাজে যোগদান করবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সি, আফগান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোমী প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় উৎসাহিত হয়েই তারা দেশে ফিরেছেন।
তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি, এই পাইলটরা কোন দেশ থেকে আফগানিস্তানে ফিরলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতিতে দিয়েছে তাতে প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে এক ফ্রেমে দেশে ফেরা ৫ পাইলটকে দেখা গেছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ ত্যাগকরা পাইলটদের ফেরাতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে পাইলটদের সর্বদা দেশে ফেরার আহ্বান জানিয়ে আসছেন। দেশে ফিরলে তাদেরকে সকল সুবিধা প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি।