আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে লন্ডনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২২, 4:17 PM

NL24 News
১৩ সেপ্টেম্বর, ২০২২, 4:17 PM

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে লন্ডনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
জাতিসংঘের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে "সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্ননেন্স ইন বাংলাদেশ” এর উদ্যোগে লন্ডনে বিবিসির প্রধান কার্যালয়ের সামনে গত ৩০ আগষ্ট এক মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মানবাধিকার কর্মী ও যুব সংগঠক সোয়ালেহীন করিম চোধুরীর সভাপতিত্বে ও অন্যতম সংগঠক ও সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ুমের পরিচালনায় মানব বন্ধন পরবর্তী সমাবেশে বিপুল পরিমাণ বাংলাদেশি মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন। অনেকের হাতে ছিলো ভূলুণ্ঠিত মানবাধিকার প্রতিষ্ঠার দাবি সংবলিত প্লেকার্ড।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর জনাব অহিদ আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) সিদ্দিক, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সিনিয়র নেতা জনাব শরিফুজ্জামান চৌধুরী তপন, জনাব এমদাদ হুসেন টিপু, জনাব ওয়াদুদ আলম ও মানবাধিকার কর্মী তাসলিমা তাজ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন বিগত প্রায় এক যুগ থেকে বর্তমান আওয়ামী সরকার বিরুধি মতকে দমন করতে গিয়ে দেশে গুম-খুনের মাধ্যমে এক আতঙ্কের সংস্কৃতি চালু করেছে। বাংলাদেশে আজ মত প্রকাশের কোনো অধিকার নেই। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আছে মানবাধিকার লঙ্ঘনের অকাট্য প্রমাণ। এমন পরিস্থিতিতে বিবিসির মতো মূলধারার মিডিয়াকে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে সঠিক মানবাধিকার পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো যারা সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন নিয়াজ মোর্শেদ, মোহাম্মদ মনসুর উদ্দীন, মো: খায়রুল আলম, মোহাম্মদ ফাহিদুল আলম, মো: শাহাদাত হোসাইন, মো: দেলোয়ার হোসাইন, রাজু আহমেদ, মোহাম্মদ আল আমিন, মো: শাহরিয়ার ওয়াহিদ, মোঃ পারভেজ মিয়া সুজা, মেহেদি হাসান ফাহিম, শাহ আলী নেওয়াজ, মুনতাসির মুবিন, মীর ইমরান, মো: তানভীর আহমদ, মো: আশরাফুল রাহমান তুহিন, মো: জামিল আহমেদ, মো: ফুয়াদ আহমদ, মারুফ আহমদ লায়েক, মো: হৃদয় আহমেদ সোহাগ, মেহেদী হাসান ফাহিম, ইমরান জাহান জুম্মান, মো: মুরাদ হোসেন, মো: আরাফাত হোসেন ইমন, মো: তানভীর শাহারিয়ার, মালেক আহমেদ নাজিম, মো: কামরান হোসাইন, মো: মোশারফ হোসেন, আবুল হায়াৎ চৌধুরী, মো: আরিফুল ইসলাম মজুমদার, জাফরুল করিম, মো: রাব্বি মিয়া, মো: ইমন মিয়া, মো: সাদিক আহমেদ, মো: সৈকত হোসেন রাহিব, মো: জবলুল আলম বিপুল, শাহ জুবায়ের আহমেদ পারভেজ, মো: তানজিদুর রহমান তানবীর, মমিন আহমেদ খোকন, মিজানুর রহমান, মো: আইন উদ্দিন, জাকারিয়া আহমদ, আব্দুর রহিম শরীফ, এবাদুর রহমান, মো: মারুফ হাসান, ইয়ামিন আল জিন্নাত, নাহিনুর রহমান সাগর, মোঃ আবু বকার সিদ্দিক, এ এ ওয়াহিদুল ইসলাম, নন্দন কুমার দে, মোঃ সেলিম রেজা, আব্দুল আলিম, আল শাহরিয়ার সাকিব, প্রমুখ।