ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আনন্দবাজার পত্রিকায় ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরক প্রতিবেদন

#

নিজস্ব সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫,  5:09 PM

news image

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছন্নছাড়া অবস্থায় রয়েছে গত প্রায় আট মাস ধরে। দলের বেশির ভাগ নেতা পালিয়ে বেড়াচ্ছেন। দলীয় প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে দলের ভেতর ও বাইরে 'পরিচ্ছন্ন' নেতৃত্বে 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের তোড়জোড় চলছে।  

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের বাদ দিয়ে নতুন এই সংস্করণ গঠনে এগিয়ে আসছেন কয়েকজন সাবেক মন্ত্রী, মেয়র ও সাংসদ। এ প্রক্রিয়াকে 'দল ধ্বংসের চক্রান্ত' বলে দাবি করছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব। ভারতীয় কূটনৈতিক মহলের একাংশও এ উদ্যোগকে 'ভারত-বিরোধী' হিসেবে দেখছেন। কারণ নতুন নেতাদের কয়েকজন পাকিস্তান-ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে।  

সম্প্রতি সামরিক বাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে। তাতে দাবি করা হয়, শিরিন শরমিন চৌধুরী, শেখ ফজলে নুর তাপসের মতো 'পরিচ্ছন্ন' নেতাদের নিয়ে গঠিত 'রিফাইন্ড' দলকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। আওয়ামী লীগের এক যুগ্ম সম্পাদক বলেন, "২০০৬-এর পর এবারও বিদেশি শক্তি হাসিনাহীন আওয়ামী লীগ চায়, যা জনগণ কখনো মানবে না।"  

কলকাতায় আত্মগোপনে থাকা এক নেতার বক্তব্য, "হাসিনার বিরুদ্ধে কথা বললে নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে নেতাদের।" এদিকে, ভার্চুয়াল সভার মাধ্যমে শেখ হাসিনা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি দৃঢ়ভাবে জানান, ‘আমি দেশ ছাড়তে চাইনি। ইস্তফাও দিইনি। আমাকে জোর করে বিমানে তুলে দেশছাড়া করা হয়েছে। চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে। এর শেষ দেখে ছাড়ব।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী