NL24 News
০১ ফেব্রুয়ারি, ২০২২, 12:40 PM
আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আড়াই মাসেরও বেশি সময় এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর আজ মঙ্গলবার বাসায় ফিরছেন । মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাসপাতাল ছাড়বেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, দীর্ঘদিন এভারকেয়ারে ভর্তি ছিলেন খালেদা জিয়া।
আজ সন্ধ্যায় চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফিং করবেন। সন্ধ্যা ৬ টায় তার হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যাবেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া তিনি নিজেও বাসায় ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন। এজন্য তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে
এদিকে আজ বিকাল ৩ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বাসায় রাখলে আত্মীয় পরিজনের মাঝে খালেদা জিয়া শারীরিক ও মানিসকভাবে আরো শক্ত হতে পারবেন বলে মনে করছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। এসব বিষয় বিবেচনা করেই চিকিৎসকরা তাকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়।