ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৫,  6:09 PM

news image

আগামীকাল (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানের আগে ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথম দিনেই ট্রাম্প অন্তত ১০টি নির্বাহী আদেশে সই করতে পারেন। তবে ট্রাম্প নিজে দাবি করেছেন, তিনি ১০০টির বেশি আদেশেও সই করতে পারেন।  

শনিবার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনের উদ্দেশে যাত্রার আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শপথ গ্রহণের দিন আমি রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করব। তবে আদেশগুলোর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগের মেয়াদে প্রথম দিনে মাত্র একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প, যা ওবামাকেয়ার সম্পর্কিত ছিল। এবার তার পরিকল্পনা অনেক বিস্তৃত।  

নির্বাচনী প্রচারে যে কথাটি ট্রাম্প বারবার বলেছেন, সেটি হলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি। এ ছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শেষ করবেন বলেও জানান।

এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ম বাতিল করার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি নাগরিকত্ব পেয়ে থাকে। ট্রাম্প এই নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছেন।  

অন্যদিকে, বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির সমাপ্তি এবং আমেরিকায় তেল উত্তোলন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজের এক টাউন হলে ট্রাম্প বলেন, "ড্রিল, ড্রিল, ড্রিল।" তার মতে, দেশে তেল উত্তোলন বৃদ্ধি করলে জ্বালানির খরচ কমে যাবে।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী