ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী? ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আইসিটিবিডি কেন একটি ভুল ফোরাম

অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেওয়ায় ইস্ট লন্ডনে ৬৪ হাজার পাউন্ড জরিমানা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  1:56 PM

news image
ছবি: সংগৃহীত

পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে একটি বাড়ির মালিক অস্বাস্থ্যকর পরিবেশে অতিরিক্ত ভাড়াটিয়া রাখার অভিযোগে ৬৩ হাজার ৯৭৭ পাউন্ড জরিমানা গুণতে বাধ্য হয়েছেন। ইলিয়াস প্যাটেলের মালিকানাধীন এই বাড়িতে ১৩ জন লোক পাঁচটি ঘরে ঠাসাঠাসি করে বসবাস করছিলেন। একই রান্নাঘর ও বাথরুম ব্যবহার করতে বাধ্য হওয়া এসব ভাড়াটিয়া মাসে ৬০০ থেকে ৭৫০ পাউন্ড পর্যন্ত ভাড়া দিচ্ছিলেন।

নিউহ্যাম কাউন্সিলের পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা ২০২৩ সালের নভেম্বর মাসে অ্যাল্টমোর অ্যাভিনিউর একটি বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা দেখতে পান, পাঁচটি ঘর চারটি ভিন্ন পরিবারের ১৩ জন সদস্য নিয়ে ঠাসা। এর মধ্যে দুটি পরিবারে ছোট শিশু ছিল। তারা একটিমাত্র রান্নাঘর ও বাথরুম ব্যবহার করছিলেন। কর্মকর্তাদের সঙ্গে কথা বলা প্রত্যেক ভাড়াটিয়া জানান, তারা মাসে ৬০০ থেকে ৭৫০ পাউন্ড পর্যন্ত ভাড়া দিচ্ছিলেন।  

বাড়িটি পরিদর্শনের সময় কর্তৃপক্ষ ইঁদুরের মারাত্মক উপদ্রবও শনাক্ত করে। পরে থেমস ম্যাজিস্ট্রেট আদালতে প্যাটেলের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। এতে আদালত তাকে ৬৩ হাজার ৯৭৭ পাউন্ড জরিমানার পাশাপাশি অতিরিক্ত খরচের আদেশ দেন।  

নিউহ্যাম কাউন্সিলের এক মুখপাত্র বলেন, নিউহ্যামে অতিরিক্ত ভিড়, ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সবিহীন সম্পত্তি মেনে নেওয়া হবে না। আমরা আমাদের বাসিন্দাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।  

কাউন্সিল আরও জানায়, তাদের হাউজিং টিম নিয়মিতভাবে গোপন মাল্টিপল অকুপেশন হাউস খুঁজে বের করে। প্রতিটি ফোর্টনাইটে পুলিশসহ যৌথভাবে অভিযান চালিয়ে তারা লাইসেন্সিং নিয়ম মেনে না চলা সম্পত্তি চিহ্নিত করে এবং পরিদর্শন করে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল