অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়
০২ ফেব্রুয়ারি, ২০২৪, 4:03 PM
NL24 News
০২ ফেব্রুয়ারি, ২০২৪, 4:03 PM
অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়
বকেয়া আদায়ের দাবিতে অনশনে বসেছেন পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার রেড রোডে আম্বেদকরের প্রতিকৃতির কাছে অনশনে বসেন তিনি। আজ বেলা ১টার দিকে রেড রোডে আম্বেদকরের প্রতিকৃতির কাছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দিয়ে অনশন মঞ্চে উঠেন মমতা। এদিন মমতার পরনে ছিল কালো পাড় সাদা শাড়ি, কালো শাল, পায়ে সাদা হাওয়াই চটি। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, তিনি ২ দিন অনশন করবেন। কেন্দ্রের বিরুদ্ধে অনশনে বসার দিনই লোকসভা ভোটের প্রস্তুতি সারবেন তৃণমূল নেত্রী। দুই বর্ধমান জেলার সংগঠন নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টার দিকে অনশন মঞ্চের পাশে হবে বৈঠক।
এদিকে অনশনে বসার ইঙ্গিত পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে তিনি এক ভিডিও বার্তায় জানান, বাংলার মানুষের বকেয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার। বাংলার মানুষকে ন্যায় দিতে যা প্রয়োজন, দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার।