ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

' কমিউনিটি হিরো' সন্মাননা পেলেন সাংবাদিক হেফাজুল করিম রকিব

#

নিজস্ব সংবাদদাতা

২৫ মার্চ, ২০২২,  2:22 PM

news image

মোরশেদ আলমঃ- লন্ডনের বাঙালি কমিউনিটিতে নানা অবদান, বাংলাদেশের মূলধারায় প্রবাসীদের সাফল্য গাথাকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি কোভিড এর সময় কমিউনিটির মানুষের পাশে থাকায়  যমুনা টিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রকিব 'কমিউনিটি হিরো' সম্মাননা এবং বন্ধুত্ব স্মারক পেলেন।

এনআরবি লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের এর যৌথ উদ্যােগে বৃহস্পতিবার পূর্ব লণ্ডনের সোনার গাঁও রেষ্টুরেন্টে বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুবর্নজয়ন্তি উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনসার আহমদ উল্ল্যাহ।  সংগঠনের সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী হেফাজুল করিম রকিবসহ ২১জন সাংবাদিক এবং ফটো জার্নালিস্টকে এই সন্মাননা এবং বন্ধুত্ব স্মারক  প্রদান করা হয়। 

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন জানান, ব্রিটিশ বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার পেছনে বড় ধরনের অবদান রাখছে বাংলা মিডিয়া। তাদের এই অবদানকে সন্মান দিতে এই সন্মাননা । সংবাদ কর্মীও সাংবাদিকরা বিগত করোনা কালে যে ভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিবৃত ভাবে কাজ করেছেন তা ছিলো উদাহরণের মাত্ৰা । তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন ৷ তিনি বলেন যদিও আমরা প্রতিষ্ঠানিক ভাবে তাদের মুল্যায়ন করতে কৃপনতা দেখাই । এনআরবি লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের এর যৌথ উদ্যােগে যে সম্মাননা দিয়েছেন তা শুধু আমার নয়, সেটি পুরো চট্টগ্রামের মানুষের বলে প্রতিক্রিয়ায় জানান রকিব। তিনি বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের সেতুবন্ধকে আরও শক্তিশালী করতে সব সময় প্রবাসীদের পাশে থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়ার এ সন্তান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী