ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

'উই আর নাহিদ' হ্যাশট্যাগে ছেয়েছে ফেসবুক, নেপথ্যে কী

#

নিজস্ব সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৪,  12:31 PM

news image
ছবি: সংগৃহীত

ফেসবুকজুড়ে ছেয়ে গেছে ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগ। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর ‘উই আর নাহিদ’ লিখে নাহিদ ইসলামকে সমর্থন জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অনেকেই এই হ্যাশট্যাগে পোস্ট করছেন।

জানা গেছে, নাহিদ ইসলামকে কেন্দ্র করে সম্প্রতি কিছু অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার বিরুদ্ধে ছড়ানো এসব বিভ্রান্তিমূলক তথ্যের প্রতিবাদে তার শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে এই প্রচারণা চালাচ্ছেন।

সম্প্রতি নাহিদ ইসলামের স্বাক্ষর করা একটি নিয়োগপত্রের সুপারিশ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়ে। তবে তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, এই নিয়োগপত্রটি ২২ অক্টোবরেই বাতিল করা হয়েছিল। তিনি এটিকে তার বিরুদ্ধে চালানো একটি রাজনৈতিক অপপ্রচার বলে উল্লেখ করেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ।

ফেসবুকে আকরাম হোসাইন রাজসহ আরও অনেকে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ ব্যবহার করে নাহিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট আশরেফা খাতুনও তার প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, "ভুলত্রুটির সমালোচনা আমরাই করব। কিন্তু ষড়যন্ত্রের সুযোগ দেব না কাউকে।"

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী