'উই আর নাহিদ' হ্যাশট্যাগে ছেয়েছে ফেসবুক, নেপথ্যে কী
নিজস্ব সংবাদদাতা
১৩ নভেম্বর, ২০২৪, 12:31 PM

নিজস্ব সংবাদদাতা
১৩ নভেম্বর, ২০২৪, 12:31 PM

'উই আর নাহিদ' হ্যাশট্যাগে ছেয়েছে ফেসবুক, নেপথ্যে কী
ফেসবুকজুড়ে ছেয়ে গেছে ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগ। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর ‘উই আর নাহিদ’ লিখে নাহিদ ইসলামকে সমর্থন জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অনেকেই এই হ্যাশট্যাগে পোস্ট করছেন।
জানা গেছে, নাহিদ ইসলামকে কেন্দ্র করে সম্প্রতি কিছু অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার বিরুদ্ধে ছড়ানো এসব বিভ্রান্তিমূলক তথ্যের প্রতিবাদে তার শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে এই প্রচারণা চালাচ্ছেন।
সম্প্রতি নাহিদ ইসলামের স্বাক্ষর করা একটি নিয়োগপত্রের সুপারিশ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়ে। তবে তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, এই নিয়োগপত্রটি ২২ অক্টোবরেই বাতিল করা হয়েছিল। তিনি এটিকে তার বিরুদ্ধে চালানো একটি রাজনৈতিক অপপ্রচার বলে উল্লেখ করেন।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ।
ফেসবুকে আকরাম হোসাইন রাজসহ আরও অনেকে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ ব্যবহার করে নাহিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট আশরেফা খাতুনও তার প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, "ভুলত্রুটির সমালোচনা আমরাই করব। কিন্তু ষড়যন্ত্রের সুযোগ দেব না কাউকে।"