ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দীর্ঘমেয়াদি ভিশনের উপর গুরুত্ব দিচ্ছে সাকিবের রয়্যাল চ্যাম্পস সাইফ হাসানের দলকে উড়িয়ে আবুধাবি টি-টেনে চ্যাম্পিয়ন ইউএই বুলস পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার চব্বিশের গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতার স্বাদ— কাউছার শাহীন আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

সাইফ হাসানের দলকে উড়িয়ে আবুধাবি টি-টেনে চ্যাম্পিয়ন ইউএই বুলস

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  11:37 PM

news image

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আবুধাবি টি-টেনের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইউএই বুলস। 


ফাইনালে তারা অ্যাসপিন স্ট্যালিয়নসকে হারায় ৮০ রানে। অ্যাসপিনে খেলেছেন বাংলাদেশি সাইফ হাসান। ম্যাচের নায়ক ছিলেন টিম ডেভিড, মাত্র ৩০ বলে অপরাজিত ৯৮ রান করেন তিনি।


দিনের শুরুতে কোয়ালিফায়ার–২–এ কোয়েটা কেভেলারিকে হারিয়ে ফাইনালে ওঠে বুলস। ফাইনালের শুরুতেই ফিল সল্ট ১৮ রান করেন, তবে জেমস ভিন্স ইনজুরিতে মাঠ ছাড়েন। এরপর ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ নেন টিম ডেভিড। শেষ ওভারে অ্যাশমেড নেড–এর বিরুদ্ধে একাই আদায় করে নেন ৩২ রান। টুর্নামেন্টে তাঁর মোট রান দাঁড়ায় ৩৯৩।


রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ডেভিড গড়েন ১২৮ রানের জুটি। তাঁদের ব্যাটে গড়া বিশাল সংগ্রহ তাড়া করতে নেমেই চাপে পড়ে স্ট্যালিয়নস। ইনজুরিতে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার, আর দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হন শেরফানে রাদারফোর্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে।


বল হাতে দারুণ নৈপুণ্য দেখান ফজলহক ফারুকি, জুনাইদ সিদ্দিক, ইফতিখার আহমেদ ও কায়েস আহমদ—চারজনই নেন একটি করে উইকেট। নির্ধারিত ১০ ওভারে স্ট্যালিয়নসের ইনিংস থামে ৭০ রানেই। ৮০ রানের বড় জয়ে আবুধাবি টি-দশের প্রথম শিরোপা ঘরে তোলে ইউএই বুলস। 

সেরা ইউএই খেলোয়াড়: জুনাইদ সিদ্দিক

সেরা বোলার: অ্যান্ড্রু টাই

সেরা ব্যাটার: টিম ডেভিড

সেরা খেলোয়াড়: টিম ডেভিড

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী