ঢাকা ১৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান

শোক কাটেনি; পাল্টা মামলার শিকার বাদীর পরিবার!

#

নিজস্ব সংবাদদাতা

০৮ জুন, ২০২৫,  11:43 PM

news image
পটিয়ার মানচিত্রের ম্যাপ

নিজস্ব প্রতিবেদক, পটিয়া: পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে পিটিয়ে খুন হন নুরুল হক। এই মর্মান্তিক হত্যার মাত্র এক সপ্তাহ না পেরুতেই পরিবারটি এক নতুন সংকটের মুখে পড়ে; যেখানে খুনের মামলার বাদী জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের হয়েছে।

৩০ মে, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের দলিলুর রহমান ফকিরের বাড়ির সামনে জমির বিরোধে নুরুল হককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এসময় আরও ৪-৫ জন আহত হন, যাঁরা পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নিহতের পুত্র জামাল উদ্দিন বাদী হয়ে এর একদিন পর পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তদন্ত শুরু হওয়ার আগেই, ৫ জুন রাতে পটিয়া থানা থেকে পাল্টা মামলা রেকর্ড করা হয়। এতে জামাল উদ্দিন, তার ভাই, মাতা, চাচি এবং দাদিসহ পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়।

পাল্টা মামলায় অভিযুক্তরা হলেন: জামাল উদ্দিন, কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম (নিহতের ভাই), ছেমন আরা বেগম (নিহতের স্ত্রী), রেনু আকতার (বাদীর চাচি), জুলেখা বেগম (বাদীর দাদি) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন।

জামাল উদ্দিন জানান, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা ন্যায় চেয়ে থানায় গিয়েছিলাম। কিন্তু আজ আমরা যাদের জন্য লড়েছি, তাদের হাতেই বন্দি হয়ে গেলাম। পুলিশি এ ধরনের আচরণে ঈদের দিন থেকেই আমাদের পরিবার আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।”

পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, “স্থানীয় জমি বিরোধের জেরে দুটি মামলা রেকর্ড হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত করে সঠিক তথ্য বের করার চেষ্টা করছি। কাউকে অবিচার করা হবে না।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেশী বলেন, “যাঁরা রক্ত ঝরিয়েছে, তাদের বিচার চাওয়া কি অপরাধ? তদন্তের নামে যদি নির্দোষ মানুষকে হয়রানি করা হয়, তবে ন্যায়বিচার কোথায়?”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী