ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

শোক কাটেনি; পাল্টা মামলার শিকার বাদীর পরিবার!

#

নিজস্ব সংবাদদাতা

০৮ জুন, ২০২৫,  11:43 PM

news image
পটিয়ার মানচিত্রের ম্যাপ

নিজস্ব প্রতিবেদক, পটিয়া: পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে পিটিয়ে খুন হন নুরুল হক। এই মর্মান্তিক হত্যার মাত্র এক সপ্তাহ না পেরুতেই পরিবারটি এক নতুন সংকটের মুখে পড়ে; যেখানে খুনের মামলার বাদী জামাল উদ্দিনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের হয়েছে।

৩০ মে, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের দলিলুর রহমান ফকিরের বাড়ির সামনে জমির বিরোধে নুরুল হককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এসময় আরও ৪-৫ জন আহত হন, যাঁরা পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নিহতের পুত্র জামাল উদ্দিন বাদী হয়ে এর একদিন পর পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তদন্ত শুরু হওয়ার আগেই, ৫ জুন রাতে পটিয়া থানা থেকে পাল্টা মামলা রেকর্ড করা হয়। এতে জামাল উদ্দিন, তার ভাই, মাতা, চাচি এবং দাদিসহ পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়।

পাল্টা মামলায় অভিযুক্তরা হলেন: জামাল উদ্দিন, কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম (নিহতের ভাই), ছেমন আরা বেগম (নিহতের স্ত্রী), রেনু আকতার (বাদীর চাচি), জুলেখা বেগম (বাদীর দাদি) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন।

জামাল উদ্দিন জানান, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা ন্যায় চেয়ে থানায় গিয়েছিলাম। কিন্তু আজ আমরা যাদের জন্য লড়েছি, তাদের হাতেই বন্দি হয়ে গেলাম। পুলিশি এ ধরনের আচরণে ঈদের দিন থেকেই আমাদের পরিবার আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।”

পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, “স্থানীয় জমি বিরোধের জেরে দুটি মামলা রেকর্ড হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত করে সঠিক তথ্য বের করার চেষ্টা করছি। কাউকে অবিচার করা হবে না।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেশী বলেন, “যাঁরা রক্ত ঝরিয়েছে, তাদের বিচার চাওয়া কি অপরাধ? তদন্তের নামে যদি নির্দোষ মানুষকে হয়রানি করা হয়, তবে ন্যায়বিচার কোথায়?”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী