ঢাকা ২৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার চব্বিশের গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতার স্বাদ— কাউছার শাহীন আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি

#

০১ অক্টোবর, ২০২২,  4:19 AM

news image

প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি এসেছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গতকাল সোমবার রাতে বৃহস্পতি গৃহটি খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখায়।

নাসার তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যায়। তবে পৃথিবী থেকে খালি চোখে কেউ বৃহস্পতিকে দেখতে পায়নি। গ্রহটি দেখতে টেলিস্কোপের সাহায্য নিতে হয়। এর আগে, ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু সোমবার রাতে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল মাত্র ৩৬ কোটি ৭৪ লাখে ১৩ হাজার ৪০৫ মাইল।বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পায়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী