দীর্ঘমেয়াদি ভিশনের উপর গুরুত্ব দিচ্ছে সাকিবের রয়্যাল চ্যাম্পস
আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর, ২০২৫, 11:44 PM
আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর, ২০২৫, 11:44 PM
দীর্ঘমেয়াদি ভিশনের উপর গুরুত্ব দিচ্ছে সাকিবের রয়্যাল চ্যাম্পস
আবু ধাবি টি১০-এর প্রথম মওসুমে অংশ নেওয়া রয়াল চ্যাম্পসের আফগান তারকা মোহাম্মদ শহজাদ ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি ভিশনের উপর গুরুত্ব দিচ্ছেন।
১৫০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা শহজাদ বলেন, “আমাদের দল কাগজে যেমন শক্তিশালী, মাঠে তেমনই। আমাদের চেষ্টার মান সবসময় একই থাকে। কোচ এবং ক্যাপ্টেন দু’জনই আমাদের উজ্জীবিত করেন। প্রতিটি মিটিংয়ে ছোটখাটো ভুলগুলো নিয়ে আলোচনা করা হয়। এটি আমাদের মনোবল বাড়ায়। অন্যথায় ফলাফল আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
শহজাদ আরও বলেন, “রয়াল চ্যাম্পস নতুন ফ্র্যাঞ্চাইজি। সময় লাগবে, কিন্তু বছর বছর এটি আরও শক্তিশালী হবে। আমাদের ম্যানেজমেন্ট ভালো এবং দলের সব প্রয়োজন পূরণ করছে।”
ফ্র্যাঞ্চাইজি দলটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা খেলোয়াড় রয়েছে, যার মধ্যে সাকিব আল হাসান, জেসন রয়, অ্যারন জোন্স এবং ইসুরু উদানা রয়েছেন। শহজাদ বলেন, “দলটি আন্তর্জাতিক। আমরা সবাই একসাথে বসে ম্যাচ নিয়ে আলোচনা করি। দলীয় পরিবেশ খুবই ইতিবাচক।”
শহজাদ যেহেতু আফগানিস্তানের হয়ে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে খেলেছেন, তিনি আবু ধাবিকে “ক্রীড়ার জন্য অসাধারণ স্থান” হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “আমাদের আফগানিস্তানে অনেক ক্যাম্প এখানে হয়েছে। আমাদের এখানে হোম গ্রাউন্ডও আছে, তাই আসা ভালো লাগে। এখানে স্টেডিয়াম, অ্যাকাডেমি ও ছোট মাঠগুলো দেখে মনে হয় যেন বাড়িতে এসেছি।”
ক্রমাগত ম্যাচের চাপ মোকাবিলায় শহজাদ জানান, “আমাদের ১৮-২০ ঘণ্টার মধ্যে শারীরিক পুনরুদ্ধার করতে হয়। সাঁতার, ফিজিওথেরাপি ও ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে তৈরি করি এবং মাঠে ফেরার জন্য প্রস্তুত থাকি।”
শহজাদ স্পষ্ট করে বলেন, “রয়াল চ্যাম্পস একটিমাত্র টুর্নামেন্টের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কোচ ও ম্যানেজমেন্টের সহায়তায় আমরা একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলছি।”