ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

টমেটো চাষে সাফল্য

#

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  3:45 PM

news image

বরগুনার পাথরঘাটা উপজেলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান প্রশান্ত সমাদ্দার করোনাকালে পার্শ্ববর্তী অন্যের জমি লীজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছেন। প্রশান্ত পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের বিজন কৃষ্ণ সমাদ্দারের ছেলে ।


সাংসারিক কাজকর্মের পাশাপাশি তিনি করোনাকালে ৬৮ শতাংশ পার্শ্ববর্তী প্রতিবেশীর জমি বাৎসরিক ৮ হাজার টাকায় লীজ নিয়ে বিজলী জাতের টমেটো চাষ করে ভাগ্য বদলেছেন। ওই টমেটো তিনি বছরের ৯ মাস বিক্রি করবেন।


প্রশান্তর সাথে কথা বলে জানা যায়, পাথরঘাটা উপজেলা কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়ালের সহযোগিতায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদারের পরামর্শে তিনি বিজলী জাতের টমেটো চাষে উৎসাহিত হন। জমি প্রস্তুত, সার, ওষুধ ও পরিচর্যা বাবদ তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলনের আশায় তিনি দিনের বেশির ভাগ সময় ব্যয় করেন ওই জমিতে। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত পাকা টমেটো প্রতি কেজি ৫০ এবং কাঁচা ৩০ টাকা দরে খুচরা মূল্যে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছেন। তিনি আশা করছেন, কোনো রোগবালাইয়ের আক্রমণ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চাষ করা টমেটো আরও ছয় থেকে সাত মাস বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে এ মৌসূমে প্রায় ২ লাখ টাকার টমেটো বিক্রি করবেন বলে তিনি আশাবাদী।


পাথারঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, বর্তমানে গ্রাম ও শহরের মানুষের মধ্যে টমেটোর ভালো চাহিদা আছে। এই জাতের টমেটোর গুণাগুণও ভালো। প্রশান্তকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল