ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

গ্যাস সংকটে এলপিজি ব্যবহার করুন : প্রতিমন্ত্রী

#

নিজস্ব সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৪,  5:11 PM

news image
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্যাস সংকটে এলপিজি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত এ সভা হয়।

রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাসের সরবরাহ খুবই কম। রমজানে অনেক এলাকায় সেহরি ও ইফতারের খাবার বানাতে পারছে না, এ বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ আছে, যেহেতু আমাদের একটি মাত্র এফএসআরইউ কাজ করছে, ৩০ মার্চের আগে আরেকটি এফএসআরইউ আসবে না। সুতরাং আমাদের যে আমদানি করা গ্যাস ছিল, ২০ শতাংশ আমরা আমদানি করতাম, তার মধ্যে ১০ শতাংশ কমে গেছে। আমাদের নিজেদের যে গ্যাস ছিল তার থেকেও আমাদের উত্তোলন কমে গেছে। এগুলো বিবেচনায় এনে বাসা-বাড়ির গ্যাসের ব্যাপারে আমাদের বিকল্প একটা সমাধান তো আছেই, এলপিজি। সবাইকে অনুরোধ করবো, যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে তারা যেন এলপিজি ব্যবহারের দিকে নজর দেন।’

আগে দেখা গেছে এসব ক্ষেত্রে বড় কল-কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হতো। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘শিল্প এলকায় আমরা (গ্যাস) বন্ধ করছি না। কারণ শিল্প এলাকার বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ থাকছে না। মার্কেটেও কোনো টাইমলাইন ঠিক করছি না। আগে যেমন ছিল তেমনটাই টাইমলাইন থাকবে মার্কেটের। কেবল সিএনজি পাম্প বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে, সে ব্যাপারে আমরা নজরদারি করবো। সেচ পাম্পগুলো যেন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বা ৮টা পর্যন্ত চালু রাখতে পারে।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী