ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

গুগল ক্রম ব্যবহারে যে কারণে সতর্ক থাকবেন

#

০৮ সেপ্টেম্বর, ২০২২,  5:01 PM

news image

ওয়েব ব্রাউজার হিসেবে এই মুহূর্তে গুগল ক্রোম অত্যন্ত জনপ্রিয়। এই ওয়েব ব্রাউজারের এক্সটেনশন সবচেয়ে বেশি। কিন্তু দেখা যাচ্ছে, এর মধ্যে কয়েকটি এক্সটেনশন বেশ বিপজ্জনক। এটি ব্যবহার করলে ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি যেতে পারে। অ্যান্টি ভাইরাস সংস্থা ম্যাকাফে এ কথা জানিয়ে সতর্ক করেছে।


গুগল যেকোনো এক্সটেনশনকে তার ব্রাউজারে অন্তর্ভুক্ত করার আগে সেটি নিরাপদ কি না, তা যাচাই করতে স্ক্যান করে নেয়। কিন্তু কয়েকটি এক্সটেনশনকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করা হয়েছে। ম্যাকাফের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ক্রোম ওয়েব স্টোরেই পাওয়া যায় ওই এক্সটেনশনগুলো। এখন পর্যন্ত ১৪ লাখবার ডাউনলোডও হয়েছে সেগুলো।

এই এক্সটেনশনগুলো হলো নেটফ্লিক্স পার্টি, নেটফ্লিক্স পার্টি ২, ফ্লিপশোপ-প্রাইস ট্র্যাকার, ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার ও অটোবে ফ্ল্যাশ সেলস। এর মধ্যে নেটফ্লিক্স পার্টি ডাউনলোড হয়েছে ৮ লাখবার। নেটফ্লিক্স পার্টি ২ ডাউনলোড হয়েছে ৩ লাখ। এ ছাড়া ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার ২ লাখ, ফ্লিপশপ ৮০ হাজার এবং অটোবে ফ্ল্যাশ সেলস ২০ হাজারবার ডাউনলোড হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই পাঁচটি এক্সটেনশনের বিরুদ্ধে অভিযোগ একই। এই এক্সটেনশনগুলোতে ম্যালওয়্যার রয়েছে। যখনই ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটে যান, তখনই এই ম্যালওয়্যারগুলো পেজের ইউআরএল পাঠিয়ে দেয় আরেক সার্ভারে।

এমন পরিস্থিতিতে তাই সব ব্যবহারকারীকে এই এক্সটেনশন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কেউ যদি এগুলোর মধ্যে কোনোটি ডাউনলোড করে থাকেন, তাহলে দ্রুত আনইনস্টল করার পরামর্শ দিচ্ছে ম্যাকাফে। সূত্র: সংবাদ প্রতিদিন

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী