NL24 News
১১ এপ্রিল, ২০২৩, 6:03 PM
এক বছরে সিজার হয়েছে ১৬ লাখেরও বেশি
দেশে মারাত্মকভাবে বেড়েছে সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার। গতবছর দেশে সিজারের মাধ্যমে শিশু জন্ম হয়েছে ১৬ লাখের বেশি, যার ৮৪ ভাগ হয়েছে বেসরকারিতে। দিনদিন সিজারের সংখ্যা বেড়ে যাওয়াকে শঙ্কার বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে ব্লুতে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২’র প্রাথমিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়, গতবছর যত নবজাতকের জন্ম হয়েছে তার মধ্যে ১২ লাখ ৬২ হাজার হয়েছে বাড়িতে। সরকারি হাসপাতালে হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ শিশুর। বেসরকারি প্রতিষ্ঠানে জন্ম হয়েছে ১৬ লাখ ৩১ হাজারের বেশি শিশুর। যার অধিকাংশই অস্ত্রোপচারের মাধ্যমে। এ ছাড়া বেসরকারি সংস্থার মাধ্যমে জন্ম হয়েছে ৬১ হাজারের বেশি শিশুর।
এতে আরও বলা হয়, ২০১৭ সালে যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্মের হার ৩৪ শতাংশ ছিল, ২০২২ সালে তা ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ পাঁচ বছরে সিজারের হার ১১ শতাংশ বেড়েছে।