ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া চট্টগ্রামের পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ১০৫ মানবাধিকার আইনজীবীর বিবৃতি

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

#

০৯ জুন, ২০২৪,  10:33 AM

news image
ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পলিটব্যুরোর প্রধান ঈসমাইল হানিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ জুন) ফিলিস্তিনের গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২শর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪শ'র বেশি আহত হয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মূলত চার জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেইরাতে ব্যাপক হামলা চালায় দখলদাররা।

 বর্বরোচিত এ হামলার পর এক বিবৃতিতে হামাস প্রধান বলেন,

ইসরাইল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। তারা যদি মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে।

 ইসমাইল হানিয়া আরও বলেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। 

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার নুসেইরাত এলাকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে তারা। এরমধ্যে একজন রাশিয়া থেকে ইসরাইলে গিয়েছিলেন। ৭ অক্টোবর যখন হামাস অভিযান চালায় তখন তিনি নোভা গান উৎসবে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছিলেন তিনি।

 ৪ জিম্মির মুক্তির পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাত থেকে বাকি জিম্মিদের মুক্ত করার প্রত্যয় জানান।

 এদিকে, গাজায় আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে শনিবার তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শহরের রাস্তা অবরোধ করতে একত্রিত হয়ে মিছিল করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী