ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইষ্টবর্ন শাখার সেমিনার

#

১৫ ডিসেম্বর, ২০২২,  7:50 PM

news image

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষায় এক শতাব্দি পর আবারো বাংলাদেশে রোপন করা হবে মূল্যবান মিলিসিয়া এক্সেলসা প্রজাতীর গাছ। এই গাছটির বংশ বিস্তার ঘটাতে ১ লাখ ১০ হাজার বিচ বা শষ্য দেয়া হচ্ছে বাংলাদেশকে। এর ফলে দূষিত কার্বন ড্রাইঅক্সাইড শোষন করে পরিবেশে ভারসাম্য বজায় রাখবে।বিষটি তুলে ধরা হয় জলবায়ু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইষ্টবর্ন শাখার আয়োজিত এক সেমিনারে। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বিশেষ এই সেমিনার অনুষ্ঠিত হয়।বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে কিছু জরুরী প্রস্তাবনা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইয়ান ইলগী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যন মজমিল হোসাইন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক মেয়র ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এম বি ই, সৈয়দ এনামুল ইসলাম, মুরাদ কোরাইশী, আনছার আহমেদ উল্লাহ, শাহ শামীম, মোহমদ তারিফ, মইনুল হক, আমিনুল হক জিল্লু, সায়েদ আহমদ সাদ, বাবুল খান, দারা মিয়া সহ আরো অনেকে।
সেমিনারে মানবসৃস্ট প্রাকৃতি দুযোর্গ থেকে বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্চ মোকাবেলা প্রয়োজনীয় পরামর্শ প্রদান হরা হয়। এতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাথ্য দিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এতে শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানের আহবান জানানো হয়। পাশাপাশি বাংলাদে সরকারকে এই গাছ রোপনে সহায়তা করতে সরকারের সহযোগিতা কামনা করা হয়। সেমিনারে বলা হয় ১৯৭০ সালে ভোলায় প্রলংকারী বন্যায় যেখানে আড়াই থেকে ৩ লাখ মানুষ মৃত্যু বরন করেছিলেন, সেখানে গত চলতি বছরের বন্যায় মাত্র ২২ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে সরকারের নেয়া প্রদেক্ষপ সমূহের প্রশংসা করা হয়।
বক্তারা বলেন সিলেটে এ বছর জুন মাসে স্বরন কালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সারা সিলেটবাসী। জলবায়ু পরিবর্তনের জন্য সিলেটে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী